Logo
Logo
×

ইসলাম ও জীবন

সন্তান প্রসবের সময় নারী মারা গেলে শহিদের মর্যাদা পাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

সন্তান প্রসবের সময় নারী মারা গেলে শহিদের মর্যাদা পাবে?

প্রশ্ন: সন্তান প্রসবের কারণে কোনো নারী মারা গেলে তার জন্য কোনো সওয়াবের ঘোষণা আছে কি? দয়া করে জানালে উপকৃত হতাম।

উত্তর: সন্তান প্রসবের কারণে কোনো স্ত্রীলোক মারা গেলে সে শহিদের মর্যাদা লাভ করবে। 

হাদিস শরীফে এসেছে, সফওয়ান ইবনে উমাইয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- প্লেগে যে মারা যায়, সে শহিদ। পানিতে ডুবে যে মারা যায়, সে শহিদ। পেটের পীড়ায় যে মৃত্যুবরণ করে, সে শহিদ এবং যে স্ত্রীলোক সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সেও শহিদ। (মুসনাদে আহমাদ, হাদিস ১৫৩০৭)

ইমাম ইবনে হাজার (রহ.) বলেন- ইবনুত তীন রহ. বলেন, এগুলো অনেক কষ্টের মৃত্যু। আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদীর ওপর অনুগ্রহ করে এগুলোকে তাদের জন্য গুনাহ মাফ ও সওয়াব বৃদ্ধির মাধ্যম বনিয়েছেন এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে শহিদের মর্যাদায় উন্নীত করবেন। (ফাতহুল বারী ৬/৫২)

উল্লেখ্য যে, তারা শুধু সওয়াব ও মর্যাদার দিক থেকে শহিদের মতো। তাদের গোসল ও কাফন সাধারণ মৃতদের মতোই হবে।

সূত্র: ফাতহুল কাদীর ২/১০৩; আদ্দুররুল মুখতার ২/২৫২

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম