নারীদের মুখের লোম উঠিয়ে ফেলা যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
প্রশ্ন: মেয়েরা মুখ সুন্দর করার জন্য waxcing এর মাধ্যমে মুখের লোম উঠায়, এই কাজটি হারাম না হালাল?
উত্তর: স্বাভাবিক অবস্থায় নারীদের চেহারার পশম উঠিয়ে ফেলা জায়েজ নয়। তবে তাদের চেহারার অতিরিক্ত লোম, যেগুলো দেখতে অস্বাভাবিক ও দৃষ্টিকটু লাগে সেগুলোর ক্ষেত্রে ওলামায়েকেরামের একটি বড় অংশের ফতোয়া হচ্ছে, সেটা তারা ইচ্ছে করলে উঠাতে পারবে।
যেমন, ইমাম আবু দাউদ রহ. বলেন, ‘আন নামিসাহ’ অর্থ যে নারী সরু করার জন্য ভ্রু উপড়িয়ে ফেলে। (এটা হারাম।)
আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়া সংকলন ফাতাওয়াতুল লাজনাতিতদ্দায়িমা (৫/১৯৪, ১৯৫)-তে এসেছে,
অর্থাৎ, অসুবিধা নেই, নারী তার ঠোঁটের উপরের, উরুর, পায়ের নলার এবং বাহুর লোম ফেলে দিতে পারবে। এগুলো নিষিদ্ধ তানাম্মুস (ভ্রু প্লাকিং) এর মধ্যে পড়ে না।