Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজ পড়া অবস্থায় কেউ ডাকলে কি করবেন

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৮:২৩ পিএম

নামাজ পড়া অবস্থায় কেউ ডাকলে কি করবেন

প্রশ্ন: আমি নামাজে থাকা অবস্থায় কেউ আমার নাম ধরে ডাকছিল। বারবার ডাকার কারণে একবার মনে হয়েছিল হাত দিয়ে ইশারা করব, কিন্তু শেষ পর্যন্ত তার ডাকে সাড়া দেয়নি। জানার বিষয় হলো- নামাজে থাকা অবস্থায় কারো ডাকে সাড়া দেওয়া যাবে কি না? 

উত্তর: ফরজ নামাজ পড়া অবস্থায় কারো ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই।  তবে হ্যাঁ, কারো জীবন বিপন্ন হচ্ছে এই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচানো সম্ভব, পরিস্থিতি এমন হলে নামাজ ছেড়ে দিতে হবে।

নফল নামাজ পড়া অবস্থায় আপনার আব্বা-আম্মা আপনাকে ডাকলে যদি মনে করেন এই সময়ে সাড়া না দিলে তারা কষ্ট পাবেন, এবং আপনি যে নামাজে আছেন এ বিষয়ে তারা অবগত নয়, তবে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দিবেন।

অন্য কেউ ডাকলে অতীব প্রয়োজন মনে করলে ‘সুবহানাল্লাহ’ বলে বুঝাতে পারবেন যে, ‘আমি নামাযে আছি’। এছাড়া তিলাওয়াতের একটি আয়াত জোরে পড়লে নামাজের কোন ক্ষতি হবে না।

সহিহ মুসলিম, হাদিস ২৫৫০

নামাজে বাংলায় দোয়া করা যাবে?

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম