Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজে বাংলায় দোয়া করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

নামাজে বাংলায় দোয়া করা যাবে?

প্রশ্ন: নামাজের ভেতর বাংলায় দোয়া করা যাবে কি? এবং নামাজে দুনিয়াবি কোনো জিনিসের জন্য দোয়া করা যাবে কি?

উত্তর: নামাজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ।

আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজের তাকবির, আজান, ইকামত ইত্যাদি।

সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজে দোয়া করতে হলে আরবি দোয়াই করা এটিই বিধান।

ফরজ নামাজের সিজদায় গিয়ে তাসবিহ পড়া ছাড়া দীর্ঘ দোয়া প্রমাণিত নয়। নফল নামাজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দীর্ঘ দোয়া করেছেন। 

হাদিসে সেই দোয়াগুলো বর্ণিত হয়েছে। আমাদের উচিত সেসব দোয়া মুখস্থ করে সিজদায় গিয়ে দোয়া করা।

নফল নামাজে চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামাজ হোক সিজদায় গিয়ে কুরআন-সুন্নাহে বর্ণিত দোয়া করা যাবে। বা কুরআনে বা হাদিসে আছে এমন দোয়ার সমার্থক শব্দের দোয়া করা যাবে। বা আখেরাতের জন্য দোয়া করা যাবে। কিন্তু দুনিয়াবী দোয়া করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষায়ও দোয়া করা যাবে না।

দুনিয়াবী দোয়া করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করলে নামাজ ভেঙ্গে যাবে। 

দুনিয়াবী দোয়া- যেমন হে আল্লাহ! আমাকে এক লাখ টাকা দান করেন। 

আখেরাতের জন্য দোয়া যেমন- হে আল্লাহ আমাকে জান্নাত দান করেন।

সূত্র: আদদুররুল মুখতার-২/২৩৩-২৩৪, ফতোয়ায়ে হিন্দিয়া,২/৩, বাহরুর রায়েক-১/৫৭৬
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম