Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইমাম ভুলে ওজু ছাড়া নামাজ পড়ালে করণীয় কী

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম

ইমাম ভুলে ওজু ছাড়া নামাজ পড়ালে করণীয় কী

প্রশ্ন: ইমাম ভুলে ওজু ছাড়া নামাজ পড়ালে করণীয় কী?

উত্তর: ইমামতি করা একটি বড় দায়িত্ব। ইমাম নিজের নামাজ আদায় করেন, আবার মুসল্লিদের নিয়ে নামাজ আদায়ের দায়িত্ব নেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মসজিদের ইমাম হলো মুসল্লিদের জন্য দায়িত্বশীল এবং মুয়াজ্জিন হলো আমানতদার। ইয়া আল্লাহ্! তুমি ইমামদের সৎপথ প্রদর্শন কর এবং মুয়াজ্জিনদেরকে ক্ষমা কর। আবূ দাউদ, ৫১৭ 

তাই ইমাম সাহেবের নামাজ না হলে ‍মুসল্লিদের নামাজও হবে না। ইমাম ওজু ছাড়া ভুলে নামাজ পড়ে ফেললে পেনে যারা ইক্তেদা করেছে, তাদের নামাজও হবে না। 

ইমামের জন্য ওয়াজিব হলো, ওজু করে এসে ওই নামাজ পুনরায় পড়াবে। আর যদি ওয়াক্ত অতিবাহিত হয়ে যাওয়ার পর মনে আসে, তাহলে আমানতদারিতার সঙ্গে ঘোষণা করবে যে, অমুক ওয়াক্তের নামাজ হয়নি। আপনারা দয়া করে ওই নামাজ কাযা করে নিবেন। 

মুসল্লিরা সচেতন হলে এই ঘোষণায় নারাজ হবে না। বরং ইমাম সাহেবের প্রতি তাদের সুধারণা আরও বৃদ্ধি পাবে। আর মুসল্লিরা অবুঝ হলে রাগ করতে পারে। কিন্তু তাদের রাগে কোনো যায় আসে না। যদি ইমামের ভুলের কারণে তাদের নামাজ না হয়, তাহলে তারাই কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করবে।

জুলুম থেকে বাঁচার দোয়া

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম