ভিক্ষুকদের সালামের জবাব দেওয়া কি ওয়াজিব?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম
প্রশ্ন: ভিক্ষুকরা ঘরের দরজায় এসে সালাম দিয়ে থাকে। আবার রাস্তা-ঘাটেও তারা ভিক্ষা করার সময় সাধারণ মানুষদেরকে সালাম দিয়ে থাকে। জানার বিষয়, ভিক্ষুকদের এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? বিষয়টি জানতে চাই।
উত্তর: সাধারণত ভিক্ষুকরা ভিক্ষা করার সময় মানুষদেরকে সালাম দেয় মূলত তাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই; সালাম দেওয়া মূল উদ্দেশ্য থাকে না। তাই এমনটি মনে হলে সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। কিন্তু কখনো যদি মনে হয় যে, সে বাস্তবে মন থেকে সালাম দিয়েছে তাহলে সেক্ষেত্রে তার সালামেরও জবাব দিতে হবে।
সালাম দেওয়া সুন্নাত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের সঠিক ও পূর্ণাঙ্গ জবাব হলো-ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিয়ম হলো-কথা বলার আগেই সালাম দেওয়া।
প্রথমে সালাম না দিলে রাসূল (সা.) কথা বলার অনুমতি দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি আগে সালাম দেয় না তোমরা তাকে (কথা বলার) অনুমতি দিও না।’
সশব্দে ও শুদ্ধ উচ্চারণে সালাম ও সালামের উত্তর দিতে হবে যাতে অন্যরা শুনতে পায়। হাত বা মাথার ইশারা ইত্যাদির মাধ্যমে সালাম ও সালামের উত্তর দেওয়া মাকরুহ। হ্যাঁ, দূরে হলে বা শুনতে কোনো কিছু বাধা হলে মুখে উচ্চারণের সঙ্গে সঙ্গে হাত বা মাথার ইশারায় সালাম ও সালামের উত্তর দেওয়ার কথা জানিয়ে দেওয়া যাবে। কাছে হলে সালামে হাত উঠানো অপ্রয়োজনীয় ও সুন্নতের খেলাফ।
সূত্র: ফাতাওয়া খানিয়া ৩/৪২৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭২; আলইখতিয়ার ৪/১৪৪; আলমুহীতুল বুরহানী ৮/১৭; ফতাওয়া বায্যাযিয়া ৬/৩৫৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২০৬