Logo
Logo
×

ইসলাম ও জীবন

বিকাশ বা নগদে ঋণ নিলে ক্যাশ আউট খরচ কে দিবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম

বিকাশ বা নগদে ঋণ নিলে ক্যাশ আউট খরচ কে দিবে?

প্রশ্ন: কাউকে বিকাশ কিংবা নগদে ৫০০০ টাকা দিলাম এখন তার কাছ থেকে টাকা নেওয়ার সময় টাকা উঠানোর খরচ নেওয়া যাবে? কারণ ৫০০০ টাকা উঠাতে ১০০ টাকা খরচ লাগে। এ টাকা কে বহন করবে? 

উত্তর: ঋণ বা করজে হাসানার পুরো টাকা ঋণদাতার প্রাপ্য। ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ 
আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।

কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্যাশ আউট করতে যতটুকু খরচ হয় আপনি তার কাছ থেকে গ্রহন করতে পারবেন। কারণ এ টাকাটি আপনি নিচ্ছেন না, বরং তার প্রেরিত টাকা তুলতে খরচ হবে। 
 
সূত্র: আলমুহিতুল বুরহানি : ১১/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া, ৪/৩৭২; বাদায়েউস সানায়ি : ৪/২০৯; রাদ্দুল মুহতার : ৫/৬৮২
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম