Logo
Logo
×

ইসলাম ও জীবন

কুরবানির পশুর হাড়-চর্বি বিক্রি করা জায়েজ?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

কুরবানির পশুর হাড়-চর্বি বিক্রি করা জায়েজ?

অনেক এলাকায় দেখা যায়, কুরবানির কয়েকদিন পর ফেরিওয়ালারা বাড়ি বাড়ি গিয়ে কুরবানির পশুর চর্বি ক্রয় করে। মানুষও না বোঝার কারণে নিজ কুরবানির পশুর চর্বি তাদের কাছে বিক্রয় করে। এটি জায়েজ নয়। 

কুরবানির পশুর গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা নিষেধ। কেউ যদি বিক্রি করে ফেলে তাহলে এর পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। ( ইলাউস সুনান ১৭/২৫৯; বাদায়েউস সানায়ে ৪/২২৫; আলমগীরী ৫/৩০১)

জেনে রাখা দরকার, মূল্য সদকার নিয়ত না থাকলে কুরবানির পশুর গোশত, চর্বি, খুর ইত্যাদি কোনো কিছু বিক্রি করাই জায়েজ নেই। এজন্যই তো যারা কুরবানির পশুর চামড়া বিক্রি করেন তারা মূল্য সদকার নিয়তেই বিক্রি করেন এবং এর পূর্ণ মূল্যই সদকা করে দেন; নিজেরা খরচ করেন না।

কুরবানির মৌসুমে অনেক মহাজন কুরবানির পশুর হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয়-বিক্রয় জায়েজ। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কুরবানিদাতার জন্য নিজ কুরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না। আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। 

বাদায়েউস সানায়ে ৪/২২৫, কাযীখান ৩/৩৫৪, ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০১
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম