Logo
Logo
×

ইসলাম ও জীবন

কেমোথেরাপি দিলে রোজা ভেঙে যাবে?

Icon

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১২:৩০ পিএম

কেমোথেরাপি দিলে রোজা ভেঙে যাবে?

ক্যানসার বা কর্কটরোগের রাসায়নিক চিকিৎসা বা কেমোথেরাপি (chemotherapy) হলো এক প্রকার চিকিৎসা ব্যবস্থা যে ব্যবস্থায় ক্যানসার কোষকে ধ্বংস করতে ক্যানসারোধী (অ্যান্টি-ক্যান্সার) এবং কর্কটরোগাক্রান্ত কোষের জন্য বিষাক্ত (সাইটোটক্সিক) ওষুধ ব্যবহার করা হয়।
 
৫০টিরও বেশি ধরনের রাসায়নিক চিকিৎসামূলক ওষুধ রয়েছে। এগুলোর কোনো কোনোটি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে খেতে হয়।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধগুলোকে তরল বা স্যালাইনের সঙ্গে বা অন্য কোনভাবে সরাসরি রক্তে দিয়ে দেওয়া হয়। রক্তের সঙ্গে মিশে এই ওষুধগুলো শরীরের যেখানে যেখানে ক্যানসার কোষ রয়েছে সেখানে গিয়ে ক্যানসার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। (উইকিপিডিয়া)

যদি কেমোথেরাপিতে ওষুধ সেবন করানো হয় বা কোনভাবে পাকস্থলিতে কোন কিছু প্রবেশ করানো হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে।

কিন্তু যদি রগের মাঝে সেলাইনের মাধ্যমে ওষুধ প্রবেশ করিয়ে কেমোথেরাপি করা হয়ে থাকে, তাহলে রোজা ভঙ্গ হবে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম