Logo
Logo
×

ইসলাম ও জীবন

তারাবির নামাজ কি বসে পড়া যাবে?

Icon

মুফতি আশরাফ জিয়া

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

তারাবির নামাজ কি বসে পড়া যাবে?

তারাবির নামাজ রমজান মাসের অন্যতম একটি আমল। এই নামাজ নারী-পুরুষ সবার জন্য সুন্নত। তারাবির মুসল্লিদের মধ্যে অনেকেই অসুস্থ বা দুর্বল থাকেন, যারা দীর্ঘসময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারেন না। 

কিন্তু বসে তারাবি আদায় বৈধ নয় ভেবে দাঁড়িয়েই নামাজ আদায় করেন। অথবা কেউ দীর্ঘক্ষণ দাঁড়ানো অসম্ভব মনে করে নামাজই ছেড়ে দেন। এ জন্য অনেকের মনে প্রশ্নের উদয় হয়— তারাবির নামাজ বসে পড়া বৈধ কিনা?

এর উত্তর হলো, দীর্ঘ কিরাতের কারণে দাঁড়ানো বেশি কষ্টকর হলে তারাবির নামাজ বসেও পড়া যাবে। বিশেষত বৃদ্ধ ও অসুস্থদের জন্য বসে পড়ার অবকাশ আছে। 

এ জন্যে দাঁড়িয়ে নামাজ আদায় কষ্টকর মনে করে নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। তবে কোনো প্রকার ওজর ছাড়া তারাবি বসে বসে পড়া সুন্নাহ পরিপন্থী এবং সালাফের স্বীকৃত নীতি পরিপন্থী। এ জন্য সুস্থ ও যুবকদের জন্য কোনো ওজর বা অসুস্থতা ছাড়া তারাবি নামাজ বসে পড়া উচিত হবে না।

সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৩৪২৯, ৩৪২৪, ৩৪২৫, ৩৪২৬; মাবসূত, সারাখসি ২/১৪৭; বাদায়েউস সানায়ে ১/৬৪৭; ফাতাওয়া খানিয়া ১/২৪৩; আলমুহিতুল বুরহানি ২/২৫৫; রদ্দুল মুহতার ১/৪৪৫

উত্তর দিয়েছেন: মুফতি আশরাফ জিয়া 
শিক্ষক, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার, মনিরাজপুর, জামালপুর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম