Logo
Logo
×

ইসলাম ও জীবন

জড়তা দূর করার জন্য যে আমল করতে বললেন শায়খ আহমাদুল্লাহ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৬:০১ পিএম

জড়তা দূর করার জন্য যে আমল করতে বললেন শায়খ আহমাদুল্লাহ 

ফাইল ছবি

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয় নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার এক দর্শক জানতে চান জড়তা দূর করতে তিনি কী করবেন? 

এর জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, এটা সুরা ত্বহার কথা আপনি বলেছেন। এই সুরার কিছু আয়াতে মুসা (আ.) আল্লাহর কাছে তার মুখের জড়তা দূর করার জন্য দোয়াগুলো করেছেন। 

তিনি আরও বলেন, এইগুলো আমরা, আমাদের জ্ঞান বৃদ্ধি কিংবা জড়তা দূর করার জন্য পড়তে পারি। এইগুলো যে কোনো সময়, যে কোনো মানুষ এই দোয়াগুলো পড়তে পারেন। আপনি এই সুরার প্রথম আয়াতগুলো পড়তে পারেন। বিশেষ করে প্রথম তিনটি আয়াত পড়তে পারেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম