Logo
Logo
×

ইসলাম ও জীবন

রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৩:১১ পিএম

রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে?

রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরুহ। এতে স্বাদ রয়েছে। রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। তবে মিসওয়াক ব্যবহার করতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না।

এর একটি সুন্দর সমাধান আছে। আপনি সেহরির পর টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তাহলে আর কোনো শঙ্কা থাকলো না।  সেহরির সময় আপনি ব্রাশ করলে রোজা রাখলে দিনে আর ব্রাশ করতে হবে না। 

রোজার সময় দাত পরিষ্কারের জন্য মিসওয়াক ব্যবহার করা উত্তম সমাধান। এতে সওয়াব পাওয়া যাবে।   

প্রিয় নবীজী রোজা অবস্থায় মিসওয়াক ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন আজ থেকে ১৪০০ বছর আগে। এর সবচেয়ে বড় সুবিধা হল রোজা অবস্থায়ই দাঁত পরিষ্কার ও মুখের দূর্গন্ধ দূর করতে এর ব্যবহার করতে পারবেন। 

তাছাড়া যুগ যুগ ধরে দাঁতের সুরক্ষায় মিসওয়াক একটি বিজ্ঞানসম্মত ও অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে প্রচলিত হয়ে আসছে। 

তথ্যসূত্র: আল বাহরুর রায়েক, খণ্ড-২, পৃষ্ঠা-২৭৯, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৯, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩,পৃষ্ঠা-৪০১

আরও পড়ুন: রোজা অবস্থায় রক্ত দিলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম