Logo
Logo
×

ইসলাম ও জীবন

রমজানে বিতরের জামাতে রাকাত ছুটে গেলে কী করবেন

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৪:৪৬ পিএম

রমজানে বিতরের জামাতে রাকাত ছুটে গেলে কী করবেন

প্রশ্ন: রমজানে বিতরের জামাতে কোনো রাকাত ছুটে গেলে কী করণীয়? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর: কোনো ব্যক্তি যদি বিতর নামাজের দ্বিতীয় বা তৃতীয় রাকাতে শরিক হয় তা হলে ইমামের সঙ্গেই দোয়া কুনুত পড়ে নেবে। এর পর ছুটে যাওয়া নামাজ স্বাভাবিক নিয়মে আদায় করবে। অর্থাৎ অন্য নামাজে মাসবুক হলে যেভাবে আদায় করতে হয় সেভাবেই আদায় করবে।

আর যদি তৃতীয় রাকাতের রুকুতে শরিক হয় তা হলে ওই রাকাতের দোয়া কুনুত পেয়েছে বলে ধর্তব্য হবে। তাই এ ক্ষেত্রেও পরবর্তী সময় আর দোয়া কুনুত পড়বে না।

আর যদি শেষ রাকাতের রুকু না পায় তা হলে ইমামের সালামের পর দাঁড়িয়ে সাধারণ নিয়মে তিন রাকাত পড়বে এবং তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়বে।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৫; আলবাহরুর রায়েক ২/৪১; শরহুল মুনইয়া ৪২১

আরও পড়ুন: রোজা রেখে এন্ডোস্কপি করা যাবে?

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম