Logo
Logo
×

ইসলাম ও জীবন

রোজা রেখে এন্ডোস্কপি করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০২:২০ পিএম

রোজা রেখে এন্ডোস্কপি করা যাবে?

প্রশ্ন: আমার লিভারে ঘা হয়েছে। ডাক্তার আমাকে এক মাস পর পর চারবার এন্ডোস্কপি করতে বলেছেন। জানার বিষয় হলো এন্ডোস্কপি করলে কি রোজা ভেঙে যায়?

উত্তর: এন্ডোস্কপির পাইপের মাধ্যমে পাকস্থলিতে ওষুধ, পানি ইত্যাদি কোনো কিছু যদি না দেওয়া হয়, তবে শুধু এন্ডোস্কপির কারণে রোজা ভাঙবে না।

কিন্তু এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের বাল্ব প্রায়ই ঘোলাটে হয়ে যায়। যার কারণে পাইপের মাধ্যমে পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার করতে হয়। এমন হলে রোজা ভেঙে যাবে। 

তাই যে ডাক্তার পরীক্ষা করবেন, তার থেকে জেনে নিতে হবে যে, পাইপের সঙ্গে কোনো ওষুধ দেওয়া হয়েছে কিনা বা ভেতরে পানি দেওয়ার প্রয়োজন হয়েছে কিনা।

এন্ডোস্কপির কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখলেই হয়ে যাবে।

উল্লেখ্য, রমযান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে ইফতারের পর করতে চেষ্টা করবেন।

সূত্র: আলমুহিতুল বুরহানি ৩/৩৪৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৮০; আলবাহরুর রায়েক ২/২৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; আদ্দুররুল মুখতার
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম