Logo
Logo
×

ইসলাম ও জীবন

এ বছর রোজা কয়টি হতে পারে, জানাল আরব আমিরাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম

এ বছর রোজা কয়টি হতে পারে, জানাল আরব আমিরাত

আর কয়েক দিন পর শুরু পবিত্র মাহে রমজান। আগামী মঙ্গলবার থেকে পবিত্র রমজান শুরু হবে। জ্যোর্তিবিদরা খালিজ টাইমসকে এ তথ্য জানিয়েছে। 

তারা বলেন, এ বছর রোজা হবে ৩০টি এবং সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরের জন্য ৬ দিন ছুটি পাবেন। 

তবে পবিত্র রজমান কবে থেকে শুরু হবে বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জ্যোর্তিবিদরা বলছেন, আগামী ১১ মার্চ খালি চোখেই রমজান মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী ১২ মার্চ থেকে পবিত্র রোজা শুরু। 

দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের পরিচালক খাদিজাহ আহমেদ সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বলেছেন, জ্যোতির্বিদ্যা ম্যাপ অনুযায়ী, ১১ মার্চ অনেক অঞ্চলে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। যার অর্থ— ১২ মার্চ রমজান শুরু হবে। ম্যাপের বেশিরভাগ অংশে সবুজ রঙ দেখা গেছে। যার অর্থ খালি চোখে ওই সময় চাঁদ দেখা যাবে।

তিনি আরও বলেন, অর্ধচন্দ্র দেখার মাধ্যমে মূলত ইসলামিক মাস শুরু হয়। একইভাবে নতুন চাঁদ দেখার মাধ্যমে মাসও শেষ হয়। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ বলছে, এবার রমজান মাস ৩০ দিনের হবে।

এদিকে পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। 

দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইসলামবিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম