দরদামের সময় পণ্য নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণের ইসলামি বিধান কী?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম
দরদামের সময় পণ্য নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণের ইসলামি বিধান কী?
প্রশ্ন : দরদামের সময় পণ্য ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ দেবে কে? ক্রেতা নাকি বিক্রেতা? ইসলামের বিধান কী?
উত্তর : ক্ষতিপূরণে দেওয়া না দেওয়ার পদ্ধতি ৩টি :
১. দরদামের সময় পণ্য যদি বিক্রেতার কাছে থাকে এবং পণ্য নষ্ট হয়ে যায় তা হলে ক্রেতাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
২. দরদামের সময় পণ্য ক্রেতার কাছে থাকলে এবং ক্রেতা যদি বিক্রেতার অনুমতি না নিয়ে পণ্য হাতে নিয়ে থাকেন, এমতাবস্থায় পণ্য নষ্ট হয়ে গেলে ক্রেতাকে ক্ষতিপূরণ দিতে হবে ।
৩. দরদামের সময় পণ্য ক্রেতার কাছে থাকলে এবং ক্রেতা যদি বিক্রেতার অনুমতি নিয়ে পণ্য হাতে নিয়ে থাকেন, এমতাবস্থায় পণ্য নষ্ট হয়ে গেলে ক্রেতাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। তবে মূল্য নির্ধারণের পর নষ্ট হলে ক্রেতাকে ক্ষতিপূরণ দিতে হবে।
তথ্যসূত্র : ফাতাওয়ায়ে হিন্দিয়া : ২/২৭, আলবাহরুর রায়েক : ৬/১৯
উত্তর দিয়েছেন : মুফতি তোফায়েল গাজালি