Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

মুসাফাহ এক হাতে না দুই হাতে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

মুসাফাহ এক হাতে না দুই হাতে?

প্রশ্ন : মুসাফাহ দুই হাতে না এক হাতে করা সুন্নত?

উত্তর : নবি করিম (সা.) মুসাফাহ বা হ্যান্ডশেক করার আদেশ করেছেন। তবে হাদিসে এক হাত বা দুই হাতে মুসাফাহ করার সুস্পষ্ট বর্ণনা নেই। এ আলোকে ধর্মীয় স্কলাররা মনে করেন, দুই হাতে যেমন মুসাফাহ করা জায়েজ তেমনি এক হাতে করতেও কোনো বাধা নেই। তবে উত্তম এবং সুন্নত পদ্ধতি হচ্ছে দুই হাতে মুসাফা করা।

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) মোসাফাহর যে পদ্ধতি বর্ণনা করেছেন তা হচ্ছে, তার হাত নবি করিম (সা.)-এর দুই হাতের মধ্যেই ছিল। এ কারণেই ইমাম বুখারি (রহ.) এ হাদিস বুখারি শরিফে বর্ণনা করে দুই হাতে মুসাফাহ করা সাব্যস্ত করেছেন।

তথ্যসূত্র : বুখারি শরিফ, হাদিস নং-৬২৬৫, ফতোয়ায়ে শামি, খণ্ড : ৯, পৃষ্ঠা-৫৪৮, কিতাবুল ফাতাওয়া, খণ্ড : ৬, পৃষ্ঠা-১২৭।

উত্তর দিয়েছেন

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম