Logo
Logo
×

ইসলাম ও জীবন

গ্রন্থ জগৎ

আত্মশুদ্ধির অনন্য পাথেয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

আত্মশুদ্ধির অনন্য পাথেয়

শুধু দৈহিক অবয়বের নাম মানুষ নয়; বরং মানুষের মূল উপাদান তার অভ্যন্তর। যাকে রুহ বা আত্মা বলা হয়। মানবদেহ যেমন সুস্থ ও অসুস্থ হয়, তেমনি ভেতরের অংশকে সুস্থ রাখতে কিছু উপায়-উপকরণ অবলম্বন করতে হয়। তা হলো-মহান আল্লাহকে চেনা, তার স্মরণ ও কৃতজ্ঞতায় জীবনযাপন করা; সর্বদা তার নির্দেশ ও বিধান মান্য করে চলা। তাহলেই জীবন সুন্দর হবে; পৃথিবীতে জান্নাতি সুখ ও নেয়ামত লাভ হবে। আত্মশুদ্ধির সে উপায়-উপকরণ, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও অবলম্বনের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন পাকিস্তানের বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি তার জুমা ও অন্যান্য আলোচনায় আত্মশুদ্ধিবিষয়ক যেসব মূল্যবান নসিহত পেশ করেছেন, ‘তাসাউফ [আত্মশুদ্ধির বয়ান]’ গ্রন্থটি তারই সারসংক্ষেপ। এটি তার উর্দু বয়ান সংকলন ‘ইসলাহি খুতুবাত’, ‘ইসলাহি মাজালিস’ ও ‘ইসলাহি মাওয়ায়েজ’ থেকে অনুবাদ করে প্রয়োজনীয় তত্ত্ব-তথ্যের সমন্বয়ে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন পাঠকনন্দিত সব্যসাচী তরুণ লেখক, সম্পাদক ও অনুবাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ।

আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় পেরেশানি ও সমস্যার সমাধান কী, বাড়াবাড়ি-ছাড়াছাড়ি থেকে বেঁচে, কীভাবে ভারসাম্যপূর্ণ পন্থায় চলতে পারব, কীভাবে সুখী জীবনযাপন করব, দ্বীন ও দুনিয়ার শান্তি কীভাবে অর্জিত হবে, অন্তরের প্রশান্তি ও স্থিরতা কীভাবে অর্জিত হবে, ফিকরাহ পাবলিকেশন প্রকাশিত ও ভাষা প্রকাশ পরিবেশিত ৩২০ পৃষ্ঠার বইটিতে সেসব কথামালা তুলে ধরা হয়েছে। ইলিয়াস বিন মাজহারের আঁকা প্রচ্ছদে আবৃত বইটি ঘরে বসে পেতে, ভাষা প্রকাশ ও রকমারিতে অর্ডার করা যাচ্ছে ০১৭১০২৬৯৩০০ বা ১৬২৯৭ নম্বরে ফোন করে। এ ছাড়া ঢাকার বাংলাবাজারসহ বইটি পাওয়া যাবে দেশের সব অভিজাত লাইব্রেরিতে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম