Logo
Logo
×

ইসলাম ও জীবন

প্রচলিত ভুল

কাপড় বা শরীর কি কুকুরের গায়ে লাগলে নাপাক হয়ে যায়?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

কাপড় বা শরীর কি কুকুরের গায়ে লাগলে নাপাক হয়ে যায়?

অনেক মানুষের ধারণা, কুকুরের শরীর নাপাক। সুতরাং কুকুরের গায়ে যদি নিজের শরীর বা কাপড় লেগে যায় তাহলে তা নাপাক হয়ে যাবে।

আর কুকুরের শরীর যদি ভেজা থাকে তাহলে নাপাকী আরো বৃদ্ধি পায়। এ অবস্থায় যদি কুকুরের গায়ের সঙ্গে নিজের শরীর বা কাপড় লাগে তাহলে আরো বেশি নাপাক হবে।

এটি একটি ভুল ধারণা। কুকুরের লালা নাপাক কিন্তু কুকুরের শরীর নাপাক নয়। সুতরাং কুকুর যদি কারো শরীর অথবা কাপড় ছুঁয়ে দেয় তাহলে তা নাপাক হবে না, যদিও কুকুরের শরীর ভেজা থাকে। আর কুকুরের গায়ে যদি নাপাকী লেগে থাকে সেটা ভিন্ন কথা। 

সূত্র: মাসিক আলকাউসার» রবিউল আউয়াল-রবিউস সানী ১৪৩৭ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম