মদ খেলে কি ৪০ দিন শরীর নাপাক থাকে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম
প্রশ্ন: মদ খেলে কি ৪০ দিন শরীর নাপাক থাকে?
উত্তর: মদ পান করা মারাত্মক কবিরা গুনাহ, হারাম। তবে মদ পান করলে ৪০ দিন পর্যন্ত শরীর নাপাক থাকে, এমন কথা ঠিক নয়।
হ্যাঁ, মদ পান করলে চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। তবে এ জন্য নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহর কাছে তওবা করে নিয়মিত নামাজ আদায় করে যেতে হবে।
রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবূল হয় না। হ্যাঁ, সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন।
(সুনানে তিরমিজী, হাদিস: ১৮৬২, ইমাম তিরমিজী এই হাদিসকে হাসান বলেছেন)