জানাজার নামাজে তাকবির না পেলে করণীয় কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
প্রশ্ন: আমাদের এলাকার এক লোক মারা যান। আমি তার জানাজায় শরীক হই। আমার যেতে বিলম্ব হওয়ায় আমি প্রথম তাকবির পাইনি। দ্বিতীয় তাকবিরের পর শরীক হই। কিন্তু বিষয়টা আমার জানা ছিল না বিধায় আমি স্বাভাবিকভাবে নামায চালিয়ে যাই।
আমার দ্বিতীয় তাকবিরের পর ইমাম সালাম ফেরালে বুঝতে পারলাম আমি প্রথম দুই তাকবির পাইনি। তখন আমি দ্রুত দুই তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ পূর্ণ করি। এরপর খাটিয়া উঠানো হয়। এখন জানার বিষয় হল, আমার আদায়কৃত জানাজা নামাজ সহিহ হয়েছে কি না?
উত্তর: হ্যাঁ, আপনার জানাজা নামাজ আদায় হয়েছে। জানাজা শুরু হওয়ার পর প্রথম তাকবির না পেলে সে ব্যক্তি মাসবুক গণ্য হবে। সুতরাং সে যদি বুঝতে পারে যে ইমাম কততম তাকবিরে আছেন তবে সে ওই তাকবিরের নির্ধারিত দোয়া পড়বে, অন্যথায় শুরু থেকে দোয়া পড়বে।
অতঃপর ইমাম সালাম ফেরালে খাটিয়া জমিন থেকে ওঠানোর আগে আগে ছুটে যাওয়া তাকবির পূর্ণ করবে। সময় না থাকলে শুধু তাকবিরগুলো আদায় করবে। এক্ষেত্রে দোয়া পড়া জরুরি নয়। তবে খাটিয়া উঠিয়ে নেওয়ার পূর্বে দোয়াসহ তাকবিরগুলো বলার মত সময় পেলে তাকবিরের সঙ্গে দোয়াও পড়ে নেবে।
সূত্র: কিতাবুল আছল ১/৩৫১; আলমুহীতুল বুরহানী ৩/৭৮; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৫৮; শরহুল মুনইয়া, পৃ. ৫৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৪-৫; রদ্দুল মুহতার ২/২১৬