Logo
Logo
×

ইসলাম ও জীবন

কেন ওয়াজ মাহফিলে অংশ নেবেন না, জানালেন শায়খ আহমাদুল্লাহ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম

কেন ওয়াজ মাহফিলে অংশ নেবেন না, জানালেন শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ। ফাইল ছবি

প্রচলিত ওয়াজ মাহফিলে আর অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার রাতে ফেনীতে আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল আমাদের সমাজে অনেক বড় ভূমিকা রাখছে। মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌঁছে দিচ্ছে এসব দ্বীনি আয়োজন। তবে ব্যক্তিগতভাবে আমার শরীর এতো চাপ নিতে পারছে না। তাছাড়া ফাউন্ডেশন,মাদ্রাসাসহ প্রচুর কাজ থাকার কারণে মাহফিল করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। মাহফিলের অতিরিক্ত চাপের কারণে ফাউন্ডেশনসহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটে।

তিনি বলেন, মাহফিল না করলেও আসসুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে মসজিদভিত্তিক হালকা (একটি নির্দিষ্ট স্থানে সম্মিলিত জিকির) করা হবে। জেলাভিত্তিক বড় কোনো মসজিদে এর আয়োজন হবে। সেখানে সবাই উপস্থিত থাকবেন। এসব হালকার জন্য এলাকাবাসীর কোনো টাকা খরচ করতে হবে না। ব্যানারসহ টুকটাক যা খরচ আছে এগুলো ফাউন্ডেশন থেকে করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম