আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাকনুন, সেক্রেটারি আনোয়ার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৮, ০৫:৫১ পিএম

মাদ্রাসা ও আলেম উলামাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতি গঠনের উদ্দেশে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের অগ্রযাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে এক সাধারণ সভায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ তনয় মাওলানা সদরুদ্দীন মাকনুনকে সভাপতি এবং আরেক মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আবদুল্লাহ তনয় আনোয়ার আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন বর্ষীয়ান আলেম মাওলানা ইয়াহইয়া মাহমুদ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিশেষত মাদ্রাসায় পড়ুয়াদের কাছে তুলে ধরার জন্য আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। কমিটি ঘোষণার পর তিনি উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার সাকী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা সরোয়ার আলম ভুইঞা, ভাইস প্রেসিডেন্ট মাওলানা উসামা ইসলাম, সেক্রেটারী জেনারেলমাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল নিজামুদ্দীন মিসবাহ,
সাংগঠনিক সম্পাদকরাশেদুল আলম মোল্লা এল এল বি, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নাঈমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকআব্দুল্লাহ শাকির, সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক শোয়াইব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসউদুল কাদির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক জাবের,
দাওয়াত ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি ফয়যুল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানযিল আমির, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক যারওয়াতুদ্দীন সামনুন, সংখ্যালঘু ও সমাজকল্যান বিষয়কসম্পাদকখালেদ হাসান,
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমান হুসাইন, নির্বাহী সদস্য সগির আহমদ চৌধুরী, সদস্যলিয়াকত আলী মাসউদ, সদস্য হাসিব আর রহমান, সদস্য কাউসার আহমদ বাঙ্গালি।