Logo
Logo
×

ইসলাম ও জীবন

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১২:০৮ পিএম

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাত। ফাইল ছবি

তুরাগতীরে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। রোববার বেলা পৌনে ১২টার দিকে শুরু হয় মোনাজাত। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা জামশেদ। আর এর মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজমেতার দ্বিতীয় পর্ব। 

ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে তাদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার মাঠে।

কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম আয়োজনের দ্বিতীয় পর্ব।

এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম