Logo
Logo
×

সাক্ষাৎকার

চালু হচ্ছে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৫ পিএম

চালু হচ্ছে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে চালু হচ্ছে ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড’।

এ উদ্যোগের মাধ্যমে ২০২৪ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন-এই তিন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।  
    
মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড নিয়ে বিস্তারিত জানানো হয়।

কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সাংবাদিকদের উৎসাহ দিতে এবং এ খাতকে এগিয়ে নিতে প্রথমবারের মতো যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফ ও দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ ‘প্রাণ’।

এ উদ্যোগের মাধ্যমে পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন থেকে পাঁচ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে যাচাই-বাঁছাই শেষে বছরের সেরা ৭টি প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে। 

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে এগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে ইআরএফ এর সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেন, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত রিপোটিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ খাতের উপর প্রতিবেদনে যেমন কৃষক উপকৃত হন, তেমনি দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরাও উপকৃত হন, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখে। 

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। কৃষি নির্ভরশীল দেশে এ খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অথনৈতিক উন্নয়নে আরও বড় ভ‚মিকা রাখতে পারে ও পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠতে পারে। এ খাতকে এগিয়ে নিতে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন। এ ধরনের উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।     

ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানসহ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম