Logo
Logo
×

ভারত

বিজেপির মানহানির মামলায় জামিন রাহুলের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম

বিজেপির মানহানির মামলায় জামিন রাহুলের

কর্নাটক বিজেপির দায়ের করা একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  শুক্রবার তাকে জামিন দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কর্নাটকে বিধানসভা ভোটের আগে কংগ্রেস থেকে পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনে অভিযোগ করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কর্ণাটকের বিজেপি সরকার ‘বড় মাত্রা’র দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।  ওই বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বিজেপির এমপি এস কেশব প্রসাদ। 

এস কেশব প্রসাদের দাবি ছিল, কংগ্রেসের বিজ্ঞাপনের কারণে বিজেপি তো বটেই, কর্নাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মানহানি হয়েছে।  

এ মামলায় গত ১ জুন জামিন পান কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার।  

লোকসভায় দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দলের মর্যাদা পেয়েছে কংগ্রেস।  সংসদে বিরোধীদলীয় নেতা হতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমন পরিস্থিতিতে আরও একটি স্বস্তির স্বস্তি পেলেন রাহুল গান্ধী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম