Logo
Logo
×

এশিয়া

২৫ মিনিটের ব্যবধানে নেপালে জোড়া ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৫২ পিএম

২৫ মিনিটের ব্যবধানে নেপালে জোড়া ভূমিকম্প

জোড়া ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে। ২টা ৫২ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতেও জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র সূত্রে জানা যায়, দেশটির বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভূগর্ভে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপেছে।

তবে এনডিটিভি ভূমিকম্পের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, নেপালে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিট পর ২টা ৫১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম