Logo
Logo
×

আন্তর্জাতিক

কুরস্ক পুরোপুরি পুনর্দখলের দাবি রাশিয়ার, ‘লড়াই’ চলছে বলছে ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ এএম

কুরস্ক পুরোপুরি পুনর্দখলের দাবি রাশিয়ার, ‘লড়াই’ চলছে বলছে ইউক্রেন

যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চল সম্পূর্ণরূপে পুনর্দখলের করর কথা জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর আকস্মিক পালটা আক্রমণে আট মাস পর, এই দাবি করল ক্রেমলিন।  তবে মস্কোর এই দাবি ইউক্রেনীয় কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন, যেখানে তিনি বলেন রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কুরস্কের শেষ গ্রাম ‘গোর্নাল’ মুক্ত করেছে।

পুতিন গেরাসিমভকে বলেন, কিয়েভ শাসনের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে দাবির বিরোধিতা করে বলেছে, তাদের সৈন্যরা এখনও কুরস্কের কিছু অংশে কাজ করছে।

টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের প্রধান কর্মী বলেছেন, ইউক্রেনীয় সৈন্যদের পরাজয় সম্পর্কে শত্রু নেতৃত্বের বিবৃতি প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়।

তবে, তিনি স্বীকার করেছেন এই অঞ্চলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থান কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেখানে রাশিয়ান বাহিনী সাম্প্রতিক মাসগুলিতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে।

কিয়েভ রাশিয়ার সাথে ভবিষ্যতের শান্তি আলোচনায় কুরস্কের ভূমির উপর তার দখলকে ব্যবহার করার চেষ্টা করেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন পূর্ণ মাত্রার আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ দখল করেছে।

উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করেছে মস্কো

রাশিয়ার অগ্রযাত্রার ঘোষণা দিয়ে, গেরাসিমভ রাশিয়ানদের সাথে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন।  এটি ইউক্রেন যুদ্ধে সংঘাতে উত্তর কোরিয়ার ভূমিকায় মস্কোর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।

গেরাসিমভ কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করে বলেছেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দলকে পরাজিত করতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, গত বছর উত্তর কোরিয়া থেকে মস্কোকে সহায়তা করার জন্য ১০,০০০ এরও বেশি সৈন্যকে রাশিয়ায় পাঠানো হয় ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করতে। 

ইউক্রেন দাবি করেছে, তারা এই অঞ্চলে লড়াই করা উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সৈন্যকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের ফাঁকে ইউক্রেনের ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার সময় রাশিয়ার কুরস্ক পুনর্দখলের দাবি করা হল।

শনিবার ক্রেমলিন আরও বলেছে যে পুতিন কোনও পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সাথে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

ইউক্রেন কুরস্ক রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম