গাজার খাদ্য গুদামে হামলা করতে চায় ইসরাইল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধবিধ্বস্ত গাজার খাদ্য গুদামেও হামলা করতে চায় ইসরাইল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতাদের সামনে নিজের এমন আশাই ব্যক্ত করেছেন ইসরাইলের কট্টর ডানপন্থি নেতা ও জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন-গাভির। এমনকি তার এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ওয়াশিংটন-এমনটাই বলছেন তিনি।
বুধবার সোশ্যাল মিডিয়া এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগোতে তিনি রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন।
বেন-গাভির লিখেছেন, ‘তারা গাজায় কীভাবে পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে আমার সুস্পষ্ট অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, আমাদের জিম্মিদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির অংশ হিসাবে গাজায় খাদ্য ও ত্রাণ গুদামগুলোতে বোমা হামলা করা উচিত।’
জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। বেন-গাভির তার পোস্টে কোন কোন রিপাবলিকান নেতা উপস্থিত ছিলেন, তা স্পষ্ট করেননি।
তবে তার দপ্তর ইসরাইলি সংবাদমাধ্যমকে জানিয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের তৃতীয় সর্বোচ্চ পদধারী নেতা কংগ্রেসম্যান টম এমার বৈঠকে উপস্থিত ছিলেন।
টাইমস অব ইসরায়েল ও জিউইশ নিউজ সিন্ডিকেটসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বেন-গাভিরের দপ্তরের বরাতে এমারের উপস্থিতি নিশ্চিত করেছে।
একটি ভিডিওতেও তার উপস্থিতির প্রমাণ দেখা গেছে। কিন্তু ইসরাইলি মন্ত্রীর এই দাবিকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
মার্র্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ইসরাইলি মন্ত্রী এই মন্তব্য নিজের থেকে করেছে। অবশ্যই এটি গাজায় খাদ্য সহায়তা ও সহায়তা পাওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রকৃতির সম্পূর্ণ বিরোধী।
ব্রিফিং চলাকালীন ব্রুস সাংবাদিকদের আরও বলেন, যুক্তরাষ্ট্র ত্রাণ সাহায্যে অন্যতম সমর্থক। লুটপাট বা সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা এর অপব্যবহার না করা এবং সুরক্ষামূলক ব্যবস্থাসহ মানবিক সাহায্যের প্রবাহকে সমর্থন করে।
ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থনের ওপর জোর দিয়ে তিনি বলেন, হত্যা বন্ধ করা, সাহায্য এবং খাদ্য পাওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও শুরু থেকেই কাজ করে যাচ্ছে।
