Logo
Logo
×

ইউরোপ

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা গাড়ি বিস্ফোরণে নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা গাড়ি বিস্ফোরণে নিহত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি এলাকায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে একজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি।

কমিটির মুখপাত্র স্বেতলানা পেতরেঙ্কো শুক্রবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাড়ি বিস্ফোরণে রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি চিফ ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় তিনি গাড়িতেই অবস্থান করছিলেন।

পেতরেঙ্কো জানান, ‘বিস্ফোরকটির শক্তি ছিল প্রায় ৩০০ গ্রাম টিএনটি-র সমান’।

এই ঘটনার এক বছরেরও কম সময় আগে রাশিয়ার রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইগর কিরিলোভও একই ধরনের গাড়ি বিস্ফোরণে নিহত হন। ওই হামলার দায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ওপর চাপানো হয়।

মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে একাধিক রুশ সামরিক কর্মকর্তা, সাংবাদিক এবং যুদ্ধ-সমর্থক ব্যক্তিত্ব নানা বিস্ফোরণ বা হামলার ঘটনায় নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

তবে সর্বশেষ এই হামলাটি রাশিয়ার ভেতরে যুদ্ধের প্রভাব আরও গভীরভাবে অনুধাবনের ইঙ্গিত দিচ্ছে। যদিও ক্রেমলিন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

রাশিয়া মস্কো গাড়ি বিস্ফোরণ সামরিক কর্মকর্তা ইউক্রেন যুদ্ধ

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম