
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:১৩ এএম
সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টার বিরোধিতা করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম
-67ff514ce6e3e.jpg)
আরও পড়ুন
সিরিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তুরস্ক—এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
এরদোগান বলেন, যেই হোক না কেন, যদি কেউ সিরিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমি স্পষ্টভাবে বলছি—আমরা সিরিয়ার সরকারের পাশে থেকে তাদের বিরোধিতা করব।
তিনি আরও বলেন, যেভাবে আমরা সন্ত্রাসী করিডোর গঠন করে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা প্রতিহত করেছি, তেমনি অন্য কোনো করিডোর দিয়েও দেশটিকে ভাগ হতে দেব না।
এরদোগান তার বক্তব্যে ৮ ডিসেম্বরের বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, ৮ ডিসেম্বরের বিপ্লবের পর সিরিয়ায় একটি নতুন যুগ শুরু হয়েছে। এখন আর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের ধৈর্য্যের পরীক্ষা না নিয়ে কেউ যদি আমাদের বন্ধুত্বের মর্যাদা বোঝে, রাষ্ট্রের মতো আচরণ করে—সন্ত্রাসী গোষ্ঠীর মতো নয়—তবেই তা হবে যৌক্তিক ও প্রয়োজনীয়।
তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা ও নতুন সংকট সৃষ্টি হচ্ছে, তখন তার দেশ ন্যায়বিচার, শান্তি ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে থাকবে।