
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১২ এএম
ইসলামবিদ্বেষের ছায়া
ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫টি কবর ভাঙচুরে তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম

আরও পড়ুন
ব্রিটেনের হ্যার্টফোর্ডশায়ার পুলিশ ওয়াটফোর্ডের কারপেন্ডারস পার্ক লন কবরস্থানে ৮৫টি মুসলিম কবর ভাঙচুরের ঘটনাকে ইসলামবিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। কবরগুলোর মধ্যে অনেকই শিশু ও নবজাতকদের বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক শোকাহত পরিবার সম্প্রতি কবরস্থানে গিয়ে এই নৃশংস ভাঙচুরের চিত্র দেখতে পায়। এরপরই পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
গোটা মুসলিম সম্প্রদায়ে শোকের ছায়া
হ্যার্টফোর্ডশায়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যেকোনও প্রত্যক্ষদর্শী বা তথ্যধারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ ইনস্পেক্টর উইল রজার্স-ওভেরি বলেন, ‘এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনে সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব।’
‘অবর্ণনীয় অপমান’ বলছে ফিউনারেল সার্ভিস
স্থানীয়ভাবে মুসলিম পরিবারদের সেবা প্রদানকারী ওয়াদি ফিউনারেলকেয়ার একে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে জানিয়েছে, কয়েকটি কবরকে এমনভাবে অপমান করা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না।
ওয়াটফোর্ডে অবস্থিত হলেও কারপেন্ডারস পার্ক লন কবরস্থানটি পরিচালনা করে ব্রেন্ট কাউন্সিল। কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট ঘটনাটিকে ইসলামবিদ্বেষী ঘৃণার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কেবল মুসলিম কবরগুলোই লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ঘৃণাজনিত অপরাধের ইঙ্গিত দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি আমাদের সমবেদনা রইল। তদন্ত শেষ হওয়ার পর দ্রুত কবরগুলোর নাম ফলক পুনঃস্থাপন ও কবরস্থানকে আগের শান্ত পরিবেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে’।
‘বর্বরোচিত কর্মকাণ্ড’ মন্তব্য কনজারভেটিভ কাউন্সিলরের
থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কনজারভেটিভ কাউন্সিলর আব্বাস মেরালি এই ঘটনার নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘এটি শোকাহত পরিবারগুলোকে গভীর কষ্ট দিয়েছে এবং গোটা সম্প্রদায়ে এক ধাক্কায় গভীর ব্যথার সৃষ্টি করেছে’।
পুলিশ বলছে, তদন্ত চলছে এবং এই অপরাধে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।