
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম
জর্ডানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:২৮ পিএম

আরও পড়ুন
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার ১৬ নাগরিককে গ্রেফতার করেছে জর্ডানের গোয়েন্দা সংস্থা জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য, রকেট ও ড্রোন উৎপাদন এবং আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর আল-জাজিরার।
এক বিবৃতিতে ষড়যন্ত্রের বিস্তারিত প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাটি। ষড়যন্ত্রকারীরা তাদের দলে কীভাবে লোক নিয়োগ এবং প্রশিক্ষণের পরিকল্পনা করেছিল তাও ফাঁস করা হয়েছে বিবৃতিতে।
এতে আরও বলা হয়েছে, একটি ড্রোন ফ্যাক্টরির সন্ধানও পাওয়া গেছে। যেখানে তারা ড্রোন উৎপাদন করতেন।
একটি নিরাপত্তাসূত্র আল-জাজিরাকে জানিয়েছে, সন্দেহভাজনরা দেশটির বিরোধী গ্রুপ মুসলিম ব্রাদারহুডের সদস্য।
সংস্থাটি বিবৃতিতে আরও জানায়, অপারেশনের অংশ হিসেবে একটি রকেট উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুতও ছিল। সেটা ২০২১ সাল থেকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল।
এর আগেও জর্ডানে এমন ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে। যার মধ্যে ২০২৪ সালের মে মাসের একটি ঘটনা রয়েছে।