
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৪ এএম
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার স্বামীকে আবার তলব করল ইডি

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম

আরও পড়ুন
আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য ভারতের কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রকে আবার তলব করা হয়েছে। মঙ্গলবার সকালে আরও একবার সমন পেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন রবার্ট।
ইডির দপ্তরে যাওয়ার আগে গণমাধ্যমকে রবার্ট ভদ্র বলেন, দেশের স্বার্থে যখনই তিনি বা তার শ্যালক কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী কিছু বলেন, তখনই তাদের কণ্ঠ রোধ করা হয়। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছু নয়।
বেআইনি আর্থিক লেনদেন ও বেনামে সম্পত্তি কেনাবেচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবার্ট ভদ্রকে ইডি আগেও তলব করেছিল। তিনি সেই খবর জানিয়ে মঙ্গলবার বলেন, গত ২০ বছরে ইডি তাকে ১৫ বার জিজ্ঞাসাবাদ করেছে। প্রতিবার জেরা করেছে অন্তত ১০ ঘণ্টা করে। ২৩ হাজার নথি প্রস্তুত করা হয়েছে।
৮ এপ্রিল ইডি রবার্টকে তলব করেছিল। কিন্তু তিনি যেতে পারেননি। মঙ্গলবার সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘লুকোনোর কিছুই নেই। এড়ানোরও কিছু নেই। তাই হাজিরা দিতে এসেছি। আশা করি, এবার একটা সুরাহা হবে। আমি সেই আশাতেই আছি।’
গত সোমবার রবার্ট বলেছিলেন, কংগ্রেস চাইলে তিনি রাজনীতিতে নামতে প্রস্তুত। পরিবারের আশীর্বাদ নিয়ে তিনি রাজনীতি শুরু করবেন। আজ মঙ্গলবারই তাকে সমন করা হয়।
সেই প্রসঙ্গে টেনে প্রিয়াঙ্কার স্বামী বলেন, যখনই তিনি বা রাহুল দেশ বা রাজনীতি নিয়ে মন্তব্য করেন, রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেন, তখনই তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সক্রিয় হয়ে ওঠে। এটাই প্রতিহিংসার রাজনীতি।
হরিয়ানার শিকোহপুর গ্রামে একটি জমি কেনাবেচাসংক্রান্ত দুর্নীতির অভিযোগে রবার্টের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। হরিয়ানা পুলিশের কাছে ২০১৮ সালে এ ঘটনার যে এফআইআর দাখিল করা হয়েছিল, তারই সুবাদে ইডির এই সমন।