
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃৃহীত
আরও পড়ুন
ভিয়েতনামের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (১৩এপ্রিল) ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিন-দেশের সফর শুরু করার সঙ্গে সঙ্গে তিনি এ আহ্বান জানান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জিনপিংয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিন দেশ সফরের খবরটি এমন সময়ে সামনে এলো যখন চীন যুক্তরাষ্ট্রের ১৪৫% শুল্কের মুখোমুখি হয়েছে। অন্যদিকে ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বর্তমানে এই শুল্ক হ্রাসের জন্য আলোচনা করছে।
সোমবার হ্যানয়ে আসার আগে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র নান্দনে একটি নিবন্ধে শি বলেছেন, ‘উৎপাদন এবং সরবরাহ চেইনে উভয় পক্ষের সহযোগিতা জোরদার করা উচিত’
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ অর্থনীতিতে হ্যানয়ের সঙ্গে আরও বাণিজ্য এবং শক্তিশালী সম্পর্কের আহ্বান জানান।
ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি প্রধান শিল্প ও সমাবেশ কেন্দ্র। এর বেশিরভাগ আমদানি চীন থেকে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রধান রপ্তানি বাজার। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইলেকট্রনিক্স, জুতা এবং পোশাকের একটি গুরুত্বপূর্ণ উৎস।
ভিয়েতনামের পর মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় সফর করবেন চীনা প্রেসিডেন্ট।