
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম
ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে যে তথ্য দিলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম

আরও পড়ুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে কেমন আছেন। তা নিয়ে নতুন তথ্য দিয়েছে হোয়াইট হাইসের চিকিৎসক।
রোববার হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি স্মারকলিপিতে তার চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা বলেছেন, ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো আছেন। স্বাস্থ্য পরীক্ষায় শক্তিশালী কার্ডিয়াক, ফুসফুসীয়, স্নায়বিক এবং সাধারণ শারীরিক কার্যকারিতা প্রদর্শন করেছেন এবং সর্বাধিনায়ক ও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের জন্য পুরোপুরি উপযুক্ত তিনি। খবর বিবিসির।
মেরিল্যান্ডের বেথেসদার ওয়াল্টার রিড হাসপাতালে গত শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টার চিকিৎসা পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্পের বেশ কয়েকটি রক্ত পরীক্ষা, একটি কার্ডিয়াক পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক।
সেখানে তার হৃৎপিণ্ড, ফুসফুস, স্নায়ু এবং অন্যান্য শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা স্বাভাবিক পাওয়া গেছে বলে জানিয়েছেন ডা. শন বারবাবেলা। এ চিকিৎসক ইরাক ও আফগানিস্তানে কর্মরত মার্কিন নৌবাহিনীর একজন অভিজ্ঞ জরুরি চিকিৎসক ছিলেন।
গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলির চেষ্টা হয়েছিল। সে সময় গুলি তার ডান কান ছুঁয়ে যায়। তার চিকিৎসক জানিয়েছেন, এখনও সেই গুলির আঘাতের চিহ্ন রয়েছে তার কানে, তবে এটি তার স্বাস্থ্য বা শারীরিক সক্ষমতায় প্রভাব ফেলেনি।
বিবিসি বলছে, ট্রাম্পের মন্ট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট (এমওসিএ) নামে একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়েছিল। তিনি পরীক্ষায় ৩০ এর মধ্যে পূর্ণ নাম্বার পেয়েছেন। পরীক্ষাটি সাধারণত জ্ঞানীয় হ্রাস এবং ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে ব্যবহৃত হয়।
শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তিনি মানসিক পরীক্ষায় প্রতিটি উত্তর সঠিক দিয়েছেন। তিনি বলেন, সামগ্রিকভাবে, আমি অনুভব করেছি যে আমি খুব ভাল অবস্থায় আছি- একটি ভাল হৃদয়, একটি ভাল আত্মা, একটি খুব ভাল আত্মা।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও ত্বকের চিকিৎসার পাশাপাশি হৃদযন্ত্রের সুস্থতার জন্য ট্রাম্প নিয়মিত কয়েকটি ওষুধ গ্রহণ করেন। তিনি একসময় কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন, তার রোসেসিয়া নামের একটি ত্বকের সমস্যা রয়েছে এবং অতীতে সত্প্রকৃতির কোলন পলিপ ছিল।
রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের বর্তমান ওজন ১০১ কেজি (২২৪ পাউন্ড) এবং উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি। ২০১৯ সালে তার ওজন ছিল ২৪৩ পাউন্ড অর্থাৎ ওজন কিছুটা কমেছে। বিএমআই অনুসারে, তিনি বর্তমানে ‘ওভারওয়েট’ শ্রেণিতে থাকলেও ‘স্থূল’ নন।
স্মারকলিপিতে আরও উল্লেখ রয়েছে, প্রেসিডেন্টের মাংসপেশি ও জয়েন্টগুলো পূর্ণ পরিসরে সচল রয়েছে এবং তিনি নিয়মিত গলফ খেলার কারণে শারীরিকভাবে সক্রিয়। এই সক্রিয় জীবনধারা তার ভাল স্বাস্থ্যের কৃতিত্ব দেয়।
মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৮ বছর বয়সি ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেন। যদিও তার পূর্বসূরি জো বাইডেন চলে যাওয়ার সময় ৮২ বছর বয়সি ছিলেন।