
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম
১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জারদারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম
-67fa1136396cd.jpg)
আরও পড়ুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। শুক্রবার তার চিকিৎসক ড. আসিম হুসেইন এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ দশ দিনেরও বেশি চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
১ এপ্রিল করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রেসিডেন্ট জারদারিকে, যখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঈদুল ফিতরের রাতে তাকে নবাবশাহ থেকে করাচিতে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য।
এর আগে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আসিম জানিয়েছিলেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থা উন্নতির দিকে।
‘র্যাপিড টেস্টে প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তবে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে,’ বলেন ড. আসিম। তিনি আরও জানান, জারদারিকে কিছুদিন ফিজিওথেরাপি নিতে হবে।
চিকিৎসাধীন অবস্থায় প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎকার নিষিদ্ধ ছিল বলে জানানো হয়।
জানা যায়, ২ এপ্রিল জারদারির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে এবং এরপর থেকে তিনি আইসোলেশনে থেকে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তার অবস্থার ওপর নজর রাখতে একাধিক পরীক্ষাও করা হয়েছে।
৩ এপ্রিল ড. আসিম জানান, প্রেসিডেন্ট করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞরা তাকে প্রতিদিন তিনবার পরীক্ষা করছেন। নবাবশাহ থেকে করাচিতে স্থানান্তর করাটা যথাযথ সিদ্ধান্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কোভিড সংক্রমণের কারণে নিরাপত্তাজনিত কারণেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
এদিকে, প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের বিষয়ে নেতিবাচক গুজব উড়িয়ে দিয়ে সিন্ধুর মন্ত্রী শরজিল মেমন গত সপ্তাহে বলেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তাকে দুবাইয়ে নিয়ে যাওয়ার গুজব সঠিক নয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক ফোনালাপের মাধ্যমে প্রেসিডেন্ট জারদারির খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ‘পুরো জাতির দোয়া প্রেসিডেন্টের সঙ্গে রয়েছে।’
জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকও প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন এবং তার সুস্থতা কামনা করেন।
এছাড়া, সিন্ধুর গভর্নর কামরান টেসোরি প্রেসিডেন্টের চিকিৎসক ড. আসিম হুসেইনের সঙ্গে যোগাযোগ করে জারদারির খোঁজ নেন ও তাঁর সুস্থতা কামনা করেন।