
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১৭ এএম
এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:১৯ এএম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
এশিয়ার তিন দেশ- ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সোমবার থেকে শুক্রবার (১৪ থেকে ১৮ এপ্রিল) তিনি এই দেশগুলো সফর করবেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিএনএ’র।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের আমন্ত্রণে আগামী ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করবেন শি জিনপিং।
এরপর মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় সফর করবেন চীনা প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের মধ্যে চীনা প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে এই সফরের খবর সামনে আসলো। জিনপিং গত সপ্তাহে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত বন্ধন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
চীন শুক্রবার (১১ এপ্রিল) জানিয়েছে, তারা মার্কিন পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করবে; যা শনিবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হবে।