
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম
পরমাণু চুক্তি নিয়ে ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ায় রণতরী পাঠাল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ছবি:সংগৃহীত
আরও পড়ুন
দ্বিতীয় দফা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রেখেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে হুমকিও দিয়ে রেখেছে, ইরান তার পরমাণু কার্যকর থেকে সরে না আসলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।
এই অবস্থায় শনিবার পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই বৈঠকে বসার আগেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম)-এর তরফে বৃহস্পতিবার এক্স পোস্টে জানানো হয়েছে এমন তথ্য।
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প আগেই এমন হুঁশিয়ারি দিয়ে ছিলেন। বলেছিলেন, যদি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয়, তা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে আমেরিকা! পরমাণু চুক্তি নিয়ে বৈঠকের আগে পশ্চিম এশিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী পাঠানো এখন সেই বার্তায় দিচ্ছে।
তাছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে গত বছর থেকেই উপসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে আর এক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। সেন্টিকম জানিয়েছে, ইউএসএস কার্ল ভিনসনকেও একই উদ্দেশ্যে সেখানে পাঠানো হয়েছে।
যদিও তাদের ‘উদ্দেশ্য’ নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বৃহস্পতিবারের দেওয়া বিবৃতিতে। যেখানে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যদি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয়, তা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র!