
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির প্রস্তাবের কথা বিবেচনা করছে ইরান। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত দুই মাসের সময়সীমার চেয়ে বেশি সময় পাওয়ার উপায় হিসেবে ইরান এই পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাক্সিওস নিউজ।
গত বুধবার (৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা এক চিঠিতে ট্রাম্প দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
তবে, ইরান মনে করে না যে একটি বিস্তৃত চুক্তি করার জন্য দুই মাস যথেষ্ট সময়।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ অ্যাক্সিওসকে বলেন, ‘ইরানিরা মনে করেন যে, ট্রাম্প যে সময়সীমা বেধে দিয়েছেন তার মধ্যে একটি টেকসই চুক্তি অর্জন করা অসম্ভব। তাই একটি চূড়ান্ত চুক্তির দিকে যাওয়ার পথ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বিবেচনা করা প্রয়োজন হতে পারে। ’
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, শনিবার থেকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে। তবে সরাসরি আলোচনার বিষয়টি প্রত্যাখান করে দিয়ে ইরান ঘোষণা করে যে, ওমানে হোয়াইট হাউসের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যস্থতা করবেওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।
তবে ট্রাম্প বিভিন্ন সময়ে বলে আসছেন যে, ইরান যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে ‘বোমাবর্ষণ’ হবে, অথবা শুল্ক আরোপ করা হবে।