
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ এএম
ইসরাইলি জিম্মি মুক্তির বিষয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:০৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তির কাছাকাছি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। খবর জেরুজালেম পোস্টের।
সাম্প্রতিক দিনগুলোতে মিশরের প্রস্তাবকে ইসরাইলি প্রস্তাবের কাছাকাছি আনার জন্য ইসরাইল, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। তবে সেখানে হামাস উপস্থিত ছিল না।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেছেন, হামাস এখনো প্রস্তাবটি দেখেনি এবং এটিতে রাজি হবে কিনা তারও কোনো ইঙ্গিত নেই।
তবে কিছু ইসরাইলি কর্মকর্তাদের দাবি, আলোচনার বিষয়ে হামাসের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বেশি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন ইসরাইল ও হামাসের সঙ্গে কাজ করছে এবং ইসরাইলি জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য সব পক্ষ কাজ করছে।
ট্রাম্পের বিবৃতির পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনাকারী দল এবং ইসরাইলি নিরাপত্তা প্রধানদের সঙ্গে জিম্মিদের বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন করেছেন।
‘এখনো কোনো চুক্তি হয়নি’
মার্চের শেষের দিকে, মার্কিন- ইসরাইলি জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে একটি বার্তা পৌঁছে দেয়।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘এখনো কোনো চুক্তি হয়নি। ’