Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের ৮৪% পাল্টা শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ আরও ঘনীভূত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের ৮৪% পাল্টা শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ আরও ঘনীভূত

চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জবাবে চীনের পক্ষ থেকে আরোপ করা ৮৪ শতাংশ পাল্টা শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।

প্রথম দফার শুল্ক আরোপের পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, চীন যদি শুল্ক প্রত্যাহার না করে তবে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর জবাবে চীন ৩৪ শতাংশ হারে পাল্টা শুল্ক ঘোষণা করে, যা এবার ৮৪ শতাংশে উন্নীত হয়েছে। ট্রাম্পও পাল্টা পদক্ষেপ হিসেবে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করেন।

সবশেষ বুধবার ট্রাম্প আবারও শুল্ক বাড়িয়ে তা ১২৫ শতাংশে উন্নীত করেন।

এই উত্তেজনার মধ্যে চীন ১৮টি মার্কিন কোম্পানিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং আরও কিছু পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এতে দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্যযুদ্ধের শিগগিরই কোন বিরতি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মার্কিন শুল্কের প্রভাব কিছুটা লাঘব করতে চীন এখন বিকল্প বাণিজ্য অংশীদার খুঁজছে। প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে মালয়েশিয়াসহ কয়েকটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখতে চীন ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং ইউরোপীয় কমিশনার মারোস সেফকোভিচের মধ্যে এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে চীন-ইইউ অর্থনৈতিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের আরোপিত "পাল্টা শুল্ক" এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চীনা সংবাদ সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, সেফকোভিচ বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলেছে এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব বাণিজ্য সংস্থা-এর অন্যান্য সদস্যদের, বিশেষ করে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায়, যাতে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে পারে।

বিশ্লেষকদের মতে, বর্তমান এই শুল্ক যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও চীন নয়, বৈশ্বিক সরবরাহ চেইন এবং বিশ্ব অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম