
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম
মার্কিন সরকারের সঙ্গে বাণিজ্য আলোচনা হয়নি: সুইস অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম

সুইস অর্থমন্ত্রী গাই পারমেলিন। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
শুল্কারোপের ঘোষণার পর মার্কিন সরকারের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হয়নি সুইজারল্যান্ডের। এমনটাই জানিয়েছেন সুইস অর্থমন্ত্রী গাই পারমেলিন। খবর রয়টার্সের।
ইউরোপীয় ইউনিয়নের তুলনায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ফলে সুইজারল্যান্ডও প্রাথমিকভাবে হতবাক হয়ে যায়। তবে বুধবার (৯ এপ্রিল) মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন বাদে সব দেশে ১০ শতাংশের এর উপরে বেশিরভাগ হার সাময়িকভাবে স্থগিত করেন।
পারমেলিন বলেন, সুইজারল্যান্ডের জন্য এটি উন্নতি ছিল, কিন্তু অতিরিক্ত বাণিজ্য বাধা মোকাবিলা করা কখনোই সহজ ছিল না।
বুধবার ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিত করেছি। এই সময়ে ১০ শতাংশ পালটা শুল্ক কার্যকর থাকবে।
তিনি আরও লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, চীনের ওপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫ শতাংশ হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আশা করি খুব শিগগিরই, চীন বুঝবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ঠকিয়ে চলা আর টেকসই নয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।
ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বের সব দেশকে জানিয়েছিলাম—পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং, যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।
বেসেন্ট বলেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে চাই।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, ট্রাম্প যখন ট্রুথ সোশ্যাল-এ এই বার্তাটি লিখছিলেন, তখন তিনি এবং বেসেন্ট তার সঙ্গে ছিলেন।