
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইয়েমেনের বন্দরশহর হোদেইদার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ-এর বরাতে বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হোদেইদার একটি আবাসিক এলাকায় মার্কিনিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী আছেন।
২০২৩ সালের অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
হামলা বন্ধে কয়েক দফায় সতর্কবার্তা দেওয়ার পর গত ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী। এর তিন দিন পর ১৮ মার্চ থেকে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরাইলেও।
তবে চুপচাপ বসে নেই হুথিরাও। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবে ইসরাইলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে।