
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম
এবার চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম

আরও পড়ুন
এবার চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীনের প্রায় ১৫৫ জন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ এপ্রিল) চীনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে জেলেনস্কি এই অভিযোগ এনেছেন। খবর আলজাজিরা।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাশিয়া তাদের সামরিক বাহিনীতে চীনা নাগরিক নিয়োগ দিচ্ছে। চীনা সরকারও এ কাজে সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, এসব ব্যক্তিরা চীনের কাছ থেকে কোনো নির্দেশনা পাচ্ছে কিনা কিয়েভ সেটা জানার চেষ্টা করছে।
জেলেনস্কি বলেন, চীনের বিষয়টি গুরুতর। ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্যও রয়েছে গোয়েন্দার হাতে। যারা ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। আমরা বিশ্বাস করি এই সংখ্যা আরও অধিক হবে।
এর আগে মঙ্গলবার জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধের ময়দান থেকে দুজন চীনা নাগরিককে আটক করেছে। যারা ইউক্রেনের মাটিতে রুশ সেনাবাহিনীর সঙ্গে ছিল। চীনা সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন এমন অভিযোগ এবারই প্রথম করল ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আটককৃত এই দুই সেনার বিনিময়ে রাশিয়ার কাছে বন্দি থাকা দুই ইউক্রেনীয় সেনাকে ফিরিয়ে আনতে চান।
জেলেনস্কির অভিযোগের পর বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিউজ কনফারেন্সে বলেন, চীনা নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, চীনা সরকার তার নাগরিকদের সব সময় সংঘাতময় এলাকায় এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। তারপরও কিয়েভের এমন অভিযোগ বেইজিং খতিয়ে দেখছে।
তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি।
ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ
আরও পড়ুন