
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪ এএম
আরব আমিরাতে এখন থেকে পাঁচ বছরের ভিসা পাবেন পাকিস্তানিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পিএম

পাকিস্তানিরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছরের ভিসা পাবেন। মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এ ঘোষণা দিয়েছেন। খবর জিও নিউজের।
গভর্নর হাউসে আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এবং সিন্ধুর গভর্নর কামরান খান তেসোরির মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত এ কথা জানান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জাবি বলেন, ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। পাকিস্তানিরা এখন থেকে পাঁচ বছরের ভিসা পেতে পারেন।
এ সময় তিনি গভর্নরকে করাচি কনস্যুলেটের ভিসা সেন্টার পরিদর্শনের জন্যও আমন্ত্রণ জানান।
কামরান খান তেসোরি সিন্ধু প্রদেশে বিশেষ করে করাচিতে তার দেশের বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিককে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত গভর্নরের উদ্যোগে চলমান প্রকল্পগুলোর প্রশংসা করেন।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সম্প্রতি অপরাধ এবং ভিক্ষাবৃত্তির মতো বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সেদেশে ভ্রমণরত পাকিস্তানিদের উপর নজরদারি বাড়িয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর একটি সিনেট প্যানেলকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা সকল পাকিস্তানির পুলিশি যাচাই-বাছাই প্রয়োজন। এ বিষয়ে ট্রাভেল এজেন্টদেরও নির্দেশ দেওয়া হয়।