
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ এএম
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পিএম

কিরিল দিমিত্রিয়েভ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পরবর্তী যোগাযোগ আগামী সপ্তাহে হতে পারে। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর প্রধান এবং বিদেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ওয়াশিংটন সফরের পর চ্যানেল ওয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন যোগাযোগ কখন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী সপ্তাহের প্রথম দিকে। ’
এর আগে খবর পাওয়া গেছে, দিমিত্রিয়েভ মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ওয়াশিংটনে একটি বৈঠক করছেন।
২০২২ সালের পর প্রথমবারের মতো কোনও উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তা আলোচনার জন্য ওয়াশিংটন সফর করেছেন। সূত্রের বরাত দিয়ে সিএনএন এর আগে জানিয়েছে যে, এই বৈঠকের লক্ষ্য হবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং ইউক্রেন সংঘাত সমাধানের উপায় অনুসন্ধান করা।
তথ্যসূত্র: তাস