
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:১১ এএম
ইমরান খানের সমর্থনে পোস্ট করায় ‘চুরির মামলায়’ দুধ বিক্রেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম
-67f103ceab870.jpg)
আরও পড়ুন
সামাজিক মাধ্যমে ইমরান খানকে সমর্থন জানানোয় মোটরসাইকেল ‘চুরির মামলায়’ এক দুধ বিক্রেতাকে গ্রেফতার করেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর একটি বিক্ষোভ সমাবেশে তার অধিকার নিয়ে কথা বলার দুদিন পরে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থনে তার পোস্টের পর, সাংঘর পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা দায়ের করা হয়।
গ্রেফতার হওয়া নাজিমুদ্দিন শার জানান, তিনি সামাজিক মাধ্যমে ইমরান খানের মুক্তির জন্য দাবি জানিয়ে পোস্ট করেছিলেন এবং তাকে একমাত্র সৎ নেতা বলে অভিহিত করেছিলেন।
সূত্র জানিয়েছে, পিপিপির’র বিরুদ্ধে তার বক্তব্য দেওয়ার পর পুলিশ তাকে ভোরবেলা কুন্দি ওয়াহ থেকে গ্রেফতার করে, যখন তিনি তার গ্রাম থেকে শহরে যাচ্ছিলেন।
তাকে এক অজানা স্থানে নিয়ে যাওয়া হয়, যার ফলে তার পরিবার উৎকণ্ঠিত হয়ে পড়ে। তার আত্মীয়রা অভিযোগ করেন, পুলিশ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে, তার গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ পরে নিশ্চিত করে যে, নাজিমুদ্দিন শার মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন।
তার বাবা-মা এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন, তাদের দাবি, তাদের ছেলে কখনও কোনো অপরাধে জড়িত ছিলেন না। তারা পুলিশকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন।
এদিকে, স্থানীয় আইনজীবী ও তার পরিবারের সদস্যরা সাংঘর পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে আরও তথ্য জানার চেষ্টা করেন। আইনজীবী আঞ্জওয়ার শেহজাদ খট্টক, সানি ইউসুফজাই এবং ইমরান খাসখেলি এই গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, বর্তমান সরকার সাংঘরে পিটিআই সমর্থকদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।