
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম
ভারতের আয়কর বিভাগের অদ্ভুত কাণ্ডে ঘুম হারাম পরিচ্ছন্নতাকর্মীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম

আরও পড়ুন
কোটি টাকার কথা কানে শুনলেও কখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে মাসে আয় করেন ১৫ হাজার টাকা। তাতেই কোনো মতো সংসার চালান। উত্তরপ্রদেশের আলিগড়ের এমনই এক ব্যক্তিকে ৩৩ কোটি ৮৮ লাখ টাকার আয়কর নোটিশ পাঠিয়েছে ভারতের আয়কর বিভাগ। সেই ব্যক্তির নাম করণ বাল্মীকি।
আর ওই নোটিশে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি দপ্তর থেকে এমন চিঠি পেয়ে ঘুম নাই হয়ে গেছে করণের।
জানা গেছে, আলিগড়ের স্টেট ব্যাঙ্কের খাইর শাখার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত করণ। মাসে বেতন পান মোট ১৫ হাজার টাকা। যুবকের দাবি, গত ২৯ মার্চ আয়কর দপ্তরের তরফে তার কাছে একটি নোটিশ আসে। যেখানে বলা হয়, ৩৩ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৩৬৮ টাকার লেনদেন করেছেন করণ। ৩১ মার্চের মধ্যে এই নোটিশের জবাবদিহি করতে বলা হয়েছে ওই যুবককে।
চিঠিচি নিয়ে ৩১ মার্চ আয়কর বিভাগের অফিসে যান করণ। সেখানকার সরকারি কর্মকর্তারা তাকে পরামর্শ দেন, এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার। তবে থানায় গেলে পুলিশ সেই অভিযোগ নিতে রাজি হননি। এই অবস্থায় কি করা উচিত- তা ভেবে কূল পাচ্ছেন না ওই পরিচ্ছন্নতাকর্মী। আয়কর দপ্তর থেকেও এই বিষয়ে কোনো সমাধান মেলেনি।
তবে ভারতের আয়কর বিভাগের এমন উদ্ভট নোটিশ অবশ্য প্রথমবার নয়।
এর আগে মধ্যপ্রদেশের এক ডিম বিক্রেতাকে ৫০ কোটি টাকার নোটিশ পাঠিয়েছিল আয়কর বিভাগ। উত্তরপ্রদেশের আলিগড়ের এক ফলের রস বিক্রেতা সাড়ে ৭ কোটি টাকার আয়কর নোটিশ পান। এছাড়া এক তালা বিক্রেতাকে ১১ কোটির নোটিশ পাঠাতে দেখা যায় দেশের আয়কর বিভাগকে।