
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম
-67efada94e66e.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
শুল্ক আরোপ ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপ নীতি। যার প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট অটোমোবাইলের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমস্ত যানবাহনের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা CUSMA (মুক্ত বাণিজ্য চুক্তি) মেনে চলে না।’
এর আগে, বুধবার ট্রাম্প যে ব্যাপক বৈশ্বিক শুল্ক আরোপ করেছিলেন, তা থেকে কানাডা অব্যাহতি পেয়েছিল। কেননা, ট্রাম্প যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তি মেনে চলা পণ্যগুলোতে ছাড় দিয়েছিলেন। যা বেশিরভাগ পণ্যকে অন্তর্ভুক্ত করে।
অবশ্য মুক্ত বাণিজ্য চুক্তি সত্ত্বেও ট্রাম্পের নতুন শুল্ক আরোপ নীতির ফলে, মোটরগাড়ি ব্যবস্থা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক আরোপের সম্মুখীন হয় কানাডা। যে কারণে এবার এসব পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।
শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন কার্নি। তার মতে, ‘ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভেঙে ফেলবে।’
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপিত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার উপর নির্ভর করে আসছে... তার অবসান ঘটেছে।’ বলেও মন্তব্য করেন কার্নি।
ট্রাম্পের এই নীতিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ্য করে কার্নি আরও বলেন, ‘৮০ বছরের সেই সময়কাল শেষ হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনৈতিক নেতৃত্বের আলিঙ্গন গ্রহণ করেছিল, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে জোট গড়ে তুলেছিল, পণ্য ও পরিষেবার অবাধ ও উন্মুক্ত বিনিময়কে সমর্থন করেছিল।’
এদিকে শুল্ক ইস্যুতে গত সপ্তাতেই ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কার্নি। যেখানে তারা কানাডার ২৮শে এপ্রিলের নির্বাচনের পর ওয়াশিংটন এবং অটোয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন বলে একমত হয়েছিলেন।